ক্যাশলেস ই-নামজারি : সাড়ে ১১ হাজারের বেশি আবেদন
ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা চালুর পর প্রথম ৩৯ ঘণ্টায় সাড়ে ১১ হাজারের বেশি নতুন আবেদন জমা হয়েছে।
রোববার (২ অক্টোবর) বিকেল ৩টা নাগাদ ৬ হাজার ২শটিরও বেশি অটোমেটেড কিউআর কোডযুক্ত ডিসিআর সংগ্রহ করেছেন ভূমিসেবা প্রত্যাশী গ্রাহকরা।
বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আবেদন ফি বাবদ প্রায় ৮ লাখ টাকা, ডিসিআর ফি বাবদ প্রায় ৬৯ লাখসহ মোট ৭৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর থেকে ম্যানুয়ালি বা নগদে (ক্যাশ) ই-নামজারির ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এদিন (শনিবার) ছিল সরকারি ছুটি। সেই হিসেবে রোববার ক্যাশলেস ই-নামজারি বাস্তবায়নের প্রথম কার্যদিবস।
আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, ই-নামজারি ব্যবস্থা ক্যাশলেস হওয়ার কারণে নামজারি সংশ্লিষ্ট কাজে ভূমিসেবা গ্রাহকের সময়, খরচ এবং ভ্রমণ উল্লেখযোগ্য হারে করেছে। ফলে এ সংক্রান্ত ভোগান্তিও আরও অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, নামজারি সেবা নেওয়ার বেশ কয়েকটি ধাপ এখন সরকারি কার্যদিবস ও কর্মঘণ্টার ওপর নির্ভরশীল নয়। নাগরিকরা যেকোনো সময়, এমনকি সরকারি ছুটির দিন নিজ সুবিধাজনক সময় আবেদন করতে পারছেন এবং ফি জমা দিতে পারছেন। ‘হিউম্যান-টু-হিউম্যান কনট্যাক্ট’ কমে যাওয়ার কারণে সাধু ব্যক্তিদের অপতৎপরতার সুযোগ কমে এসেছে।
এসএইচআর/আরএইচ