ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। আজ এই নক্ষত্র সব আলো নিভিয়ে দিয়ে চলে গেলেন।

শনিবার (১ অক্টোবর) দেশবরেণ্য সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, তোয়াব খানের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমৃত্যু সাংবাদিকতার মতো মহান পেশায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সততা, নৈতিকতা আর বস্তুনিষ্ঠতার অপার দৃষ্টান্ত স্থাপনকারী মানুষটি যুগযুগ ধরে মানুষকে পথ দেখাবে।

শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তোয়াব খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি হাসপাতালটির কার্ডিওলোজিস্ট ডা. কায়সার নাসরুল্লাহ খানের অধীনে ভর্তি ছিলেন।

এএসএস/জেডএস