দুই বছরের অধিক সময় র‌্যাবের ৮ম মহাপরিচালকের দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অনাড়ম্বর আয়োজনে র‌্যাব থেকে বিদায় নেন আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিদায়কালে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বভার শেষ করলেন। 

আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
 
অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল ২০২০ করোনা মহামারির মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।

জেইউ/এসকেডি