বন্দর সংযোগ রোডের চলমান কাজ পরিদর্শনে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্টকানেক্টিং (বন্দর সংযোগ, পিসি) সড়কের কাজ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ রাস্তায় কাজ করা ঠিকাদারদের হুঁশিয়ারি দিয়ে চসিক মেয়র বলেন, অতীতে কী করেছেন তা ভুলে যান। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করার ফলে জনভোগান্তি হলে আমি কাউকে ছাড় দেব না।

সোমবার (১ মার্চ)  বিকেলে পোর্টকানেক্টিং রোডের কলকা সিএনজি থেকে নয়াবাজার পর্যন্ত অংশের পিচ ঢালাইয়ের কাজ সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় জনগুরুত্বপূর্ণ সড়কটির কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে তিনি ঠিকাদারদের সময় বেঁধে ও করপোরেশনের প্রকৌশল বিভাগকে তাগিদ দিতে বলেছেন।

এ সময় স্থানীয় কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, করপোরেশনের নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজম্মেল হক, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

চলমান কাজ পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। জানতে চান তাদের সমস্যার কথা। তখন স্থানীয় বাসিন্দারা জনবহুল এই পিসি রোডের কাজের ধীর গতির কারণে তাদের ভোগান্তির কথা মেয়রকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে মেয়র দ্রুত কাজ শেষ করে ভোগান্তি কমাতে যথাসম্ভব চেষ্টা করবেন বলে তাদের আশ্বস্ত করেন।

মেয়র বলেন, কাজ না করলে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করব। আর যদি কেউ মৌখিকভাবে দোষ স্বীকার করে কাজ করবে কথা দেয়, তাদের সে সুযোগ দেওয়া হবে।

রেজাউল করিম বলেন, সামনে বর্ষা, কাজেই নতুন কার্যাদেশ নিয়ে করতে গেলে সময়ক্ষেপণ হবে। তাই চেষ্টা করছি, যারা কাজ পেয়েছে তাদের থেকে কাজ আদায় করতে। না করলে তখন আইনি ব্যবস্থা নেব অবশ্যই।

এই পিসি রোডের কাজ করছে- তাহের ব্রাদার্স, ম্যাক করপোরেশন ও রানা বিল্ডার্স। তাহের ব্রাদার্সের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি রয়ে গেছে রানা বিল্ডার্স ও ম্যাকের কাজ। 

ভাসানচরে রোহিঙ্গারা ভালো আছেন : নৌ এরিয়া কমান্ডার

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সোমবার দুপুরে তার টাইগারপাস অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের নৌ বাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পর নৌ এরিয়া কমান্ডার চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন ও সেবামূলক কাজে প্রাতিষ্ঠানিকভাবে তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে তা করার ইচ্ছা পোষণ করেন। পরে মেয়র এতে সম্মতি প্রকাশ করেন।

এ সময় এরিয়া কমান্ডার বলেন, ভাসানচরে রোহিঙ্গারা বেশ স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করছেন। আলাপকালে মোজাম্মেল হক নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি খাল-নালাগুলো পরিষ্কারে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি-না তা জানার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মেয়র বলেন, দ্রুত ময়লা আবর্জনা ভরে যাওয়া খাল পরিষ্কারের কাজ শুরু করা হবে সিটি করপোরেশনের পক্ষ  থেকে

বৈঠককালে কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

কেএম/এফআর