ফ্যান কারখানায় আগুনে দগ্ধ চারজন শেখ হাসিনা বার্নে
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার কর্মচারীকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয় তাদের।
বিকেল ৩টার দিকে জেলার গজারিয়া এলাকায় এস এস জি ফ্যান কোম্পানিতে আগুনের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন জিহান (২০), মফিজুল্লাহ (২২), রাহুল (২৫) ও আল আমিন(২০)।
উদ্ধার করে নিয়ে আসা মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাই এসএসজি ফ্যান কোম্পানিতে চাকরি করি। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চারজনকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, গজারিয়া থেকে দগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মফিজুল্লাহ ও রাহুল নামে দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
এসএএ/এসকেডি