রাজধানীর পুরান ঢাকায় চলছে উৎসবের আমেজ। দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে দুর্গাপূজার মণ্ডপগুলোতে। শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই প্রতিমা কারিগরদের।

আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হয়ে ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শাঁখারিবাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, শ্যামবাজার, পাটুয়াটুলি, প্যারি দাস রোড, কলতাবাজার, মুরগিটোলা, মদনমোহন দাস লেন, গোয়ারনগর, বাংলাবাজার জমিদারবাড়ি, গেন্ডারিয়া, ডালপট্টি এলাকার অলিতে-গলিতে চলছে পূজা উদযাপনের আয়োজন। সেখানে ছোট-বড় বিভিন্ন পূজামণ্ডপে শুরু হয়েছে মঞ্চ, প্যান্ডেল, তোরণ নির্মাণের কাজ। পুরোপুরি প্রস্তুত না হওয়ায় মণ্ডপের পাশে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। পাশাপাশি দেখা গেছে আয়োজকদের ব্যস্ততা। পূজামণ্ডপের জন্য প্রতিমা শিল্পীদের ব্যস্ততার শেষ নেই।

এদিকে পূজা উদযাপন করতে ১০০টি বেশি উপকরণ প্রয়োজন। সেসব উপকরণের অধিকাংশই পাওয়া যায় পুরান ঢাকার শাঁখারিবাজারে। দেশের বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা শাঁখারিবাজার থেকে এসব উপকরণ সংগ্রহ করেন।

শাঁখারিবাজার এলাকা ঘুরে দেখা যায়, দুর্গাপূজায় ব্যবহৃত নানা উপকরণের পসরা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। সেখানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ কিনছেন এসব উপকরণ।

এবার ঢাকা মহানগরে ২৪১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এর মধ্যে মহানগর দক্ষিণে ১৫৪টি ও উত্তরে ৮৭টি মণ্ডপ রয়েছে। সবচেয়ে বেশি মণ্ডপ রয়েছে পুরান ঢাকার সূত্রাপুর থানায়। এখানে মোট মণ্ডপের সংখ্যা ২৫টি। এছাড়াও কোতোয়ালি থানায় ২১টি, ওয়ারী থানায় ১৭টি মণ্ডপে হবে দুর্গাপূজা।

পূজার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, আমরা ইতোমধ্যে প্রতিটি মণ্ডপের ৯০ শতাংশ কাজ শেষ করতে সক্ষম হয়েছি। কয়েকটি মন্দিরে সামান্য কাজ বাকি আছে। আগামী দুই এক দিনে তা সম্পন্ন হয়ে যাবে। প্রশাসনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। আশা করি, এবারের পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। 

এসকেডি