প্রতীকী ছবি

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মো. শওকত হোসেন (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে নিয়ে আসা সহকর্মী বাবু ঢাকা পোস্টকে বলেন, রামপুরার বনশ্রী আইডিয়াল স্কুলের পাশের ভবনের চারতলায় নির্মাণের কাজ করার সময় বিদ্যুতে স্পৃষ্ট হয়। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত শওকত খিলগাঁও থানার ভূঁইয়াপাড়া এলাকার ২৪১ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এমএ