গত দুই দিন গাজীপুরের টঙ্গি-চেরাগআলী এলাকায় যানচলাচলে ধীরগতির কারণে স্থবির হয়ে পড়েছিল রাজধানী। বিশেষ করে বিমানবন্দর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গাজীপুর ও উত্তরায় উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি, সেই সঙ্গে বৃষ্টিপাতের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছিল। তবে সপ্তাহের শেষ দিনে এসে স্বস্তি মিলেছে বিমানবন্দর সড়কে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর মহাখালী থেকে উত্তরা রাজলক্ষ্মী পর্যন্ত যানচলাচল একদম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে রাস্তার দুপাশে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন।

এদিকে দুই দিন পর বিমানবন্দর সড়ক যানজটমুক্ত পাওয়ায় এ সড়ক ব্যবহারকারীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে। সকালে বের হওয়া মানুষজন রাস্তায় যানজট না থাকার ভিডিও ও ছবি ফেসবুকে পোস্ট করছেন।

মো. জহিরুল ইসলাম নামে উত্তরাগামী এক যাত্রী বলেন, আমি তেজগাঁও থেকে প্রতিদিন উত্তরা গিয়ে অফিস করি। গত দুই দিন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আজ সকাল সকাল বের হয়েছিলাম যানজটের ভয়ে। কিন্তু রাস্তায় যান চলাচল স্বাভাবিক, যে কারণে অনেক আগেই গন্তব্যে চলে এসেছি।

সোহানুর আফসান নামে বিমানবন্দরগামী এক যাত্রী বলেন, বনানী টু উত্তরা রাস্তা আজকে ফাঁকা আছে। বিশ্বরোড থেকে এয়ারপোর্ট ৩ মিনিটে, ভাবা যায়!

রাস্তার পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সকাল থেকে আজ বৃষ্টি না হওয়ায় রাস্তায় আর জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ফলে গতকালের মতো আর ধীরগতিতে না চলে স্বাভাবিক গতিতে যানচলাচল করছে। ফলে রাস্তায় আজ স্বাভাবিক অবস্থা রয়েছে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা ট্রাফিক বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, আজ সকাল থেকে যানচলাচল স্বাভাবিক রয়েছে বিমানবন্দর সড়কে। রাস্তায় জলাবদ্ধতা না থাকায় গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়তে পারে।

এমএসি/জেডএস