আধুনিক ঢাকা গড়তে ডিএনসিসির পরামর্শমূলক সভা
রাজধানী ঢাকার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় এবং পরামর্শমূলক সভা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হোটেল শেরাটনে এটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। এছাড়া ফুটপাত ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
সভায় বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের উদ্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, ঢাকা শহরে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটি আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে কাজ করছি।
তিনি বলেন, ডিএনসিসি এলাকাতেই বেশিরভাগ দূতাবাস। বাংলাদেশে নিযুক্ত অনেক দেশের রাষ্ট্রদূতরা এখানে থাকেন। এছাড়া, ডিএনসিসি এলাকায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও আছেন। এই শহরের উন্নয়নে আপনাদের সহযোগিতা ও পরামর্শ চাই। আপনাদের শহরগুলোর সফল ও উত্তম কার্যক্রমগুলো ঢাকায় প্রয়োগ করতে চাই।
সভাপতির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তিনি দেশকে নিয়ে শত বছরের পরিকল্পনা প্রণয়ন করেছেন। তার নির্দেশনায় আমরা ডেল্টা প্ল্যান, ভিশন ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)সহ অন্যান্য পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছি। শহরের পরিবেশ রক্ষায় আমরা দখলকৃত খাল উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বর্জ্য অপসারণ করে খালে পানির প্রবাহ নিশ্চিত করেছি। সবুজায়নের লক্ষ্যে ডিএনসিসি আওতাধীন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। ইতোমধ্যে ২৪টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্মার্ট এলইডি বাতি লাগানো হয়েছে।
মেয়র আরও বলেন, ঢাকাকে স্মার্ট সিটি গড়ে তুলতে ডিএনসিসি ডিজিটাল সেবা প্রদানে গুরুত্বারোপ করছে। জনগণের ভোগান্তি কমাতে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে। এছাড়া, যেকোনো ব্যক্তি ঘরে বসেই সবার ঢাকা অ্যাপের মাধ্যমে সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এএসএস/এমএইচএস