বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর অংশ থেকে ও তুরাগ নদীর আদাবর এলাকার অংশ থেকে ভেসে আসা দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয়রা নদীতে মরদেহ দুটি দুই নদীতে ভাসতে দেখে পুলিশকে জানায়।

বুড়িগঙ্গা নদীতে ভেসে আসা মরদেহ নিয়ে নৌ পুলিশের বসিলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানার বুড়িগঙ্গা নদীর অংশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৩

তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহটি কচুরিপানায় উপুড় হয়েছিল। মরদেহের পরনে সাদা শার্ট ও জিন্স প্যান্ট ছিল।

অন্যদিকে তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের বিষয়ে নৌ পুলিশের আমিন বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার বিকেলে রাজধানীর আদাবর থানার তুরাগ হাউজিং এলাকায় তুরাগ নদীর পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে মরদেহটি নদীতে পড়েছে। ভাসতে ভাসতে এখানে এসেছে। আনুমানিক ৩০ বছর বয়সী এ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মরদেহটির শরীরে নীল কালারের টিশার্ট ও শর্ট প্যান্ট পরনে ছিল বলেও তিনি জানান।

এমএসি/এসএসএইচ