অন্য দিনগুলোর মতো আজ সকালেও কর্মস্থলে যোগ দিতে গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অফিসে আসেন কর্মকর্তা-কর্মচারীরা। এসে দেখতে পান, ভবনটির আটতলা থেকে প্রচুর পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। ভবনে আগুন লেগেছে। আর আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় এই আগুন লাগে। পরে সকাল সোয়া ৯টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।

এদিকে আগুন নিভলেও ভবনটিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকালে কাজে আসা ডিএনসিসি কর্মকর্তা-কর্মচারীরা ভবনের বাইরে অপেক্ষা করছেন। ভবনটির প্রধান ফটকে অবস্থান নিয়েছেন পুলিশসহ সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মীরা।

ভবনটির একজন নিরাপত্তা কর্মী বলেন, আগুন নিভে গেলেও এখনো কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে অপেক্ষা করছেন। পরবর্তী নির্দেশনা পেলে আমরা সবাইকে ভবনে ঢুকতে দেবো।

আরও পড়ুন : সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের

জানা গেছে, ভবনটিতে ইউনিমার্ট সুপারশপ, শেফ টেবিল রেস্টুরেন্টসহ উত্তর সিটি কর্পোরেশনের অফিস রয়েছে। ভবনের ৮ তলায় উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের দপ্তর রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহম্মাদ সাইফুজ্জামান বলেছেন, আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ভবনটিতে প্রচুর ধোঁয়া ছিল, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লেগেছে। আমরা প্রথমেই ভবনটির বেশ কয়টা গ্লাস ভেঙে দিই, এরপর ধোঁয়া বের হয়ে গেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমাদের মোট ৪টি ইউনিট কাজ করেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, সিলিংয়ের খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে যায়। ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বের করা হয়।

আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা চলছে। তবে বিশেষ কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

এএসএস/এমএইচএস