পথে সালাম দিয়ে থামিয়ে সর্বস্ব লুট
পূর্ব পরিচিত হলে কিংবা হৃদ্যতা প্রকাশ করতে মুসলিম ধর্মাবলম্বীরা একে অপরকে সালাম দিয়ে থাকেন। তবে এই সালামকে পুঁজি করে রাজধানীতে ছিনতাই-লুট কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র।
চক্রের সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে চলতি পথে সালাম দিয়ে গতিরোধ করে। পরিচিত হওয়ার ভান করে সময়ক্ষেপণ করতেন তারা। এর ফাঁকে পাশে ঘাপটি মেরে থাকা আরো কয়েকজন এসে ঘিরে ধরেন। কখনো হুমকি দিয়ে আবার কখনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছে থেকে সর্বস্ব লুট করে নিতেন তারা।
বিজ্ঞাপন
গত ২১ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সামনে সালাম দিয়ে পথ আটকে লুৎফর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলাটি তদন্তের ধারাবাহিকতায় মো. পিন্টু মিয়া (৩২) ও মো. সুমন (৩৫) নামে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এসব কথা জানান।
তিনি বলেন, এই চক্রের সদস্যরা সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা করতেন। তাই তাদের চিহ্নিত করা কঠিন ছিল।
গত ২১ আগস্ট আগারগাঁও ডাক ভবনের সামনে সালাম দিয়ে এক ব্যক্তির কাছ থেকে এভাবে ৮০ হাজার টাকা লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন।
অন্যদিকে মঙ্গলবার (৩০ আগস্ট) কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করা মো. এনায়েত শেখ (৩৬) ও আব্দুর রহমান মুন্সি (৪৬) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে ওয়াকিটকি থাকত। তারা নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দিতেন।
গ্রেপ্তাররা কারওয়ান বাজার মাছের আড়তে শ্রমিকদের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি শ্রমিকরা পুলিশকে জানালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ধরনের প্রতারণা এড়াতে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিসি এইচ এম আজিমুল হক বলেন, পথে কেউ সালাম দিয়ে সময়ক্ষেপণ করতে চাইলে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দাঁড়ানো যাবে না। এমন হলে পুলিশকে বিষয়টি জানাবেন।
জেইউ/এমএইচএস