৬৮ লাখ ৭২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টঙ্গী থানার সাবেক অফিসার্স ইনচার্জ (ওসি) গাজী রুহুল ইমাম ও তার স্ত্রী আসমা উল হুসনা উল্কার বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ আগস্ট) কমিশন থেকে ওই মামলা দুটি অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন। 

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সংস্থাটির গাজীপুর কার্যালয়ে মামলা দুটি দায়ের করবেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, অনুমোদিত মামলায় গাজী রুহুল ইমামের বিরুদ্ধে ৪০ লাখ ৫১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।

অপর মামলায় গাজী রুহুল ইমাম ছাড়াও তার স্ত্রী আসমা উল হুসনা উল্কাকে আসামি করা হয়েছে। উল্কার বিরুদ্ধে ২৮ লাখ ২১ হাজার টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। দম্পতির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১), দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

আরএম/এসকেডি