চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩ আসামি

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় অভিযুক্তদের হাত থেকে ভুক্তভোগী ১৫ চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রবিন হাওলাদার (১৯), মো. লাবিব (১৯)  ও রাসেল মাহমুদ (২৪)। তারা সবাই ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল গতকাল সোমবার সন্ধ্যায় আশুলিয়া থানার জামগড়া বটতলায় অবস্থিত এ.এস.এস প্রাইভেট লিমিটেডের অফিসে অভিযান চালায়। এ সময় ১৫জন ভুক্তভোগী চাকরিপ্রার্থীকে উদ্ধার ও অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতদের নিকট থেকে ২০ কপি ভর্তি ফরম, ২০০ কপি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাংকে টাকা জমাদানের রশিদ বই, ব্যানার, রেজিস্টারসহ ৪টি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী জানান, ‘এ.এস.এস প্রাইভেট লিমিটেড’ নামক ওই কোম্পানি সাধারণ জনগণের নিকট থেকে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা মানুষকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিত। পরে সে সব অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে ফিরে টাকা ফেরত চাইলে তাদেরকে নানা ভয়-ভীতি দেখানো হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

জেইউ/টিএম