ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেডিস পোশাকের ঘোষণায় আনা সাড়ে ২৮ হাজার বেনসন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে এক অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়। সংস্থাটির রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্য থাকায় এয়ারপোর্টে সর্টিং অফিস, ঢাকা কাস্টমস এবং গোয়েন্দা ও তদন্ত সার্কেল যৌথভাবে দুটি বৈদেশিক ডাক চিহ্নিত করে স্ক্যানিং করে। এরপর দুটি কার্টনে মোট ২৮ হাজার ৬০০ শলাকা বেনসন সিগারেট পাওয়া যায়, যা মূলত লেডিস স্যুট, জ্যাকেট, ড্রেস ও টি-শার্টের ঘোষণায় আনা হয়েছিল। এয়ারপোর্ট এলাকায় কর্মরত অন্যান্য সংস্থা ও ফরেন পোস্ট অফিসের প্রতিনিধির উপস্থিতিতে সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করার দায়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জব্দ করা সিগারেট ঢাকা কাস্টমস কমিশনার ও কাস্টম হাউস আইসিডি বরাবর পাঠানো হয়েছে। আটক পণ্যের খুচরা মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকার বেশি।

আরএম/আরএইচ