রাজধানীর কদমতলী থানার শ্যামপুর বালুরমাঠ এলাকায় মোসা. খাদিজা আক্তার (১৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই রিয়াজ ঢাকা পোস্টকে বলেন, আমার বোনকে তার স্বামী নাঈম ও শাশুড়ি মারপিট করে। এরই জেরে আমার বোন দুই মাস ধরে আমাদের বাড়িতে থাকে। এরপর তার স্বামীর বিরুদ্ধে আমার বোন মামলা দায়ের করে। মামলায় জেল কাটার পর জামিনে আসার পর প্রতিবেশী জানান, তার স্বামী আবার বিয়ে করবে। এই খবর শুনে আমার বোন তার স্বামীকে ফোন দেয়। এ নিয়ে আমার বোনের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। পরে আজ রাতে সবার অজান্তে সে আত্মহত্যা করে।  

তিনি আরও জানান, নাঈমের একটি চায়ের দোকান আছে। পারিবারিকভাবেই তার সঙ্গে বিয়ে হয় আমার বোনের। আমরা নাঈমের ফোনে ফোন দিয়েছিলাম তার ফোন বন্ধ পাচ্ছি।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা কদমতলী থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি