সপ্তাহে দুই দিন ছুটি চায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি। কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুক্র ও শনিবার করার দাবি জানিয়ে সমিতির পক্ষ থেকে বোর্ড বরাবর চিঠি দেওয়া হয়েছে। 

সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা শিফটিং, বৃহস্পতিবার পূর্ণ দিবস ডিউটি রেখে সাপ্তাহিক ছুটি বাড়ানোর কথা বলা হয়েছে চিঠিতে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ আগস্ট) হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং বুধবার (২৪ আগস্ট) মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বিআরইবি বরাবর চিঠি দিয়ে এ আবেদন জানিয়েছে।

চিঠিতে বলা হয়, দেশব্যাপী ৮০ ভাগের বেশি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে আরইবি নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ (পবিস) কারিগরি ও জরুরি শাখা সপ্তাহে সাত দিনে ২৪ ঘণ্টা চালু রাখছে এবং অন্যান্য বিভাগ শুক্রবার পূর্ণবেলা এবং বৃহস্পতিবার অর্ধবেলা ছুটি ভোগ করছে।

অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতিবার অর্ধবেলা ছুটির কথা বলা থাকলেও দাপ্তরিক কাজ, গ্রাহক সেবা চলমান রাখা এবং মিটিংয়ের কারণে অর্ধবেলার পরও অফিস করতে হয়। এতে গুরুত্বপূর্ণ কাজে সমন্বয়হীনতা সৃষ্টি হয়ে থাকে। আবার কখনো অর্ধবেলার পর চলে গেলে আরইবি থেকে তথ্য চাওয়া হলে তথ্য প্রেরণে সমস্যা হয়।

বৃহস্পতিবার অর্ধবেলার পর নিয়মিতভাবে গ্রাহক আসেন। তখন সেবা প্রদানে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং সেবা প্রদান সম্ভবও হয় না। গ্রাহকের মাঝে পল্লী বিদ্যুতের সেবা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। তাই বৃহস্পতিবার অর্ধদিবসের পরিবর্তে পূর্ণদিবস চালু করা জরুরি।

এ ছাড়া শনিবার অফিসে গ্রাহক আসেন না। ব্যাংক বন্ধ থাকে বিধায় বিল গ্রহণ, অন্যান্য ফি গ্রহণ করাও সম্ভব হয় না। অযথা কর্মঘণ্টা নষ্ট হয়। বিদ্যুৎ, যানবাহন, জ্বালানির খরচসহ অন্যান্য খরচ বৃদ্ধি পায়। স্থানীয় সরকারি অফিস সমূহের সঙ্গে সমন্বয়হীনতা সৃষ্টি হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরইবি ও স্থানীয় সরকারি অফিসসমূহের সঙ্গে তথ্য আদান প্রদানসহ সমন্বিত কার্যক্রম গ্রহণ সহজ করতে, ছুটির বিষয়ে কর্মকর্তা, কর্মচারীদের বিরাজমান অসন্তুষ্টি দূর করে কর্ম-উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে এবং বিদ্যুৎ ও যানবাহন জ্বালানি খরচ সাশ্রয়ের জন্য সাপ্তাহিক দুই দিন ছুটির দাবি করা হয় চিঠিতে।

এএসএস/আরএইচ