নগর ভবন

ফসলি জমি ভরাট করে অনুমোদনহীনভাবে চলমান গৃহায়ন প্রকল্পগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকায় অনুমোদনহীন গৃহায়ন প্রকল্পে অভিযান পরিচালিত হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেছেন, ফসলি জমি ভরাট করে অনুমোদনহীনভাবে চলমান গৃহায়ন প্রকল্পগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

দক্ষিণ সিটিতে নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর মধ্যে বেশ কয়টি নদী ও খালবেষ্টিত এলাকা। সিটি করপোরেশনে যুক্ত হলেও গ্রামের আবহে ঘেরা এসব এলাকায় এখনও উন্নয়নের ছোঁয়া সেভাবে লাগেনি। বর্ষা মৌসুমে এই ওয়ার্ডের বেশিরভাগ জায়গা পানিবেষ্টিত হয়ে থাকে। এসব এলাকায় এখনও পরিকল্পিত কোনো আবাসন গড়ে ওঠেনি। তবে গত কয়েক বছর ধরে এসব এলাকায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান সাইনবোর্ড ঝুলিয়েছে। অনেকে কাজ শুরু করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ডিএসসিসির এমনই এক এলাকা ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকা পরিদর্শনে যান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেসময় এলাকার সার্বিক পরিস্থিতি দেখে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে আমাদের সম্পত্তি বিভাগকে নির্দেশনা দিয়েছি। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি যে, আবাসন প্রকল্পের ড্রেজিং (খননকাজ) বন্ধ করতে হবে। এখানে যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং করা যাবে না। প্রয়োজন হলে আমরা ওই প্রতিষ্ঠানের যান, যন্ত্রপাতি, সরঞ্জামাদি বাজেয়াপ্ত করব।’

মেয়র এমন সিদ্ধান্ত জানানোর পর বৃহস্পতিবার ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী এলাকায় অনুমোদনহীন গৃহায়ন প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও তানজিলা কবির ত্রপা।

অভিযানে ফসলি জমি ভরাট করে অনুমোদনহীনভাবে গৃহায়ন প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি একটি ড্রেজার মেশিন কেটে তা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকায় স্পট নিলামে বিক্রি করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের কাছে অভিযোগ রয়েছে, কিছু আবাসন প্রতিষ্ঠান দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই জমি দখল করে আছে। যত্রতত্র অপরিকল্পিতভাবে তারা আবাসন প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। ওইসব এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েও কূলকিনারা পাচ্ছে না, ফল পাচ্ছে না। যে কারণে ডিএসসিসি সিদ্ধান্ত নিয়েছে অনুমোদনহীন আবাসন প্রকল্পের ড্রেজিং (খননকাজ) তারা বন্ধ করে দিবে। যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং এসব এলাকায় করতে দিবে না সংস্থাটি।

এএসএস/এসএসএইচ