মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আতিয়ার রহমান শেখ (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ১২ আগস্ট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টায় মারা যান তিনি।
শহিদুল ইসলাম বলেন, এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তিনি বলেন, আতিয়ার শেখের বাড়ি খুলনার বাটিয়াঘাটা থানার সুন্দর শাহাল গ্রামে। তিনি মৃত হাসান শেখ ওরফে হাসেম শেখের ছেলে।
এসএএ/ওএফ