কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাউবোর প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
প্রায় কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী খন্দকার মুঈনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ আগস্ট) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আসামি খন্দকার মুঈনুর রহমানের বিরুদ্ধে ১৫ লাখ ৮৮ হাজার ১৯৩ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৯৩ লাখ ৭০ হাজার ৯৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরএম/এসএম