রাজধানীর গুলিস্তান শপিং মলের ১০ তলায় রড তোলার সময় নিচে পড়ে পাঁচজন পথচারী আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন পথচারী শাহাবুদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫), সবুজ (৪০) জাহাঙ্গীর (৩৪) রেজাউল করিম (৩৩)।

আহত পথচারী শাহাবুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রোগ্রাম শেষ করে ফেরার পথে হঠাৎ উপর থেকে মাথায় রড পড়ে গুরুতর আহত হই। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

আহত রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, গুলিস্তানের সাবেক হল মার্কেট বর্তমানে গুলিস্তান শপিং মলের ১০ তলায় রড তোলার সময় আমাদের উপর পড়লে আমরা বেশ কয়েকজন আহত হই। 

তিনি বলেন, প্রতিদিন এ রাস্তায় দিয়ে হাজার হাজার লোক যাওয়া আসা করে কিন্তু তাদের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। এখানে পাঁচ তলা পর্যন্ত শপিংমল চালু আছে উপরে বর্ধিত অংশের কাজ চলছে। সেখান থেকেই রড পড়ে আমরা আহত হলাম।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে আমরা জানতে পারি দুইজন গুরুতরসহ আরও কয়েকজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। অন্য কোথাও কাউকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এসএএ/আইএসএইচ