‘আপনারা প্লিজ সরে যান, আমাদের আগুন নেভাতে দেন’
পুরান ঢাকার চকবাজারে পলিথিন কারখানায় লাগা আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয় ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
মাইকিং করে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, আপনারা প্লিজ সরে যান, দূরে যান। আমাদের আগুন নেভাতে দেন।
বিজ্ঞাপন
তারপরও সেখানে মানুষের জটলা কমছে না। কেউ দাঁড়িয়ে আগুন দেখছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার ফেসবুকে লাইভ করছেন।
সোমবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ৬টি এবং পরবর্তীতে আরও ৪ টি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সর্বশেষ দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এআর/এনএফ