রাজধানীর শ্যামপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযান চলছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, নামা শ্যামপুর এলাকায় ২টা কয়েল ও ১টা বেকারি কারখানা ছিল। কিন্তু অভিযানের খবর পেয়ে কারখানায় তালা দিয়ে পালিয়ে যান অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীরা।  

আরও পড়ুন : ঢাকা উদ্যানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল দুদক

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম জানান, এই এলাকায় দুইটি কয়েল ও একটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ ছিল। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করতে আসি। কিন্তু আমরা আসার আগেই তারা গেটে তালা লাগিয়ে চলে যায়।

এদিকে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২১৭, শ্যামপুর নিবাসী সিদ্দিকুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

আরও পড়ুন : গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩ লাখ

দুপুর সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযান চলছিল।

এএজে/এনএফ