প্রায় ১৯ ঘণ্টা র সফর শে‌ষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার (৭ আগস্ট) সকাল ১০টা ৪৫ মি‌নিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গো‌লিয়ার উ‌দ্দেশে রওয়ানা করেন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দুদিনের সফরে শ‌নিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থে‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

সফ‌রের দ্বিতীয় দিন সকা‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের স‌ঙ্গে  দ্বিপা‌ক্ষিক বৈঠক ক‌রেন ওয়াং ই। প্রায় দেড়ঘণ্টা ধ‌রে চ‌লে বৈঠ‌ক। বৈঠক বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের চীন ফেরার বিষ‌য়ে আশ্বাস, রো‌হিঙ্গা ইস্যুতে রাজ‌নৈ‌তিক সমাধা‌নে সহ‌যো‌গিতা, আগামী সেম্পম্বর থেকে বাংলাদেশি আরও ১ শতাংশ পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধার ঘোষণা আসে। এছাড়া চারটি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলা‌দেশ ও চীন। এরপর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

সব‌শেষ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন।

এনআই/এসএম