মিরসরাইয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে আগুনে পুড়ে লামিয়া আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে জামাদার গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী।
বিজ্ঞাপন
তিনি বলেন, জামাদার গ্রামের মুহুরী বাড়িতে আগুনের খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ঘরে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে একটি বসবাসের ঘর ও একটি রান্না ঘর পুড়ে গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।
কেএম/এসকেডি