ঢাকার বাইরে বাড়ছে সংক্রমণ
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল করোনা বিষয়ক সর্বশেষ যে বুলেটেন দিয়েছে তাতে দেখা যাচ্ছে নতুন করে আরও ২৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৬ ভাগের বেশিই ঢাকার বাইরের।
গতকালের বুলেটিনে দুই জনের মৃত্যুর কথাও বলা হয়েছে। দু’জনই সিলেটের বাসিন্দা।
বিজ্ঞাপন
করোনা মহামারি শুরুর পর থেকে রাজধানী ঢাকাতেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি থাকলেও, সাম্প্রতিক এ চিত্র থেকে ভিন্ন আভাস পাওয়া যাচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৪৬ জন।
এদিকে গতকাল বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে দু’জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন।
বৈশ্বিক পরিস্থিতি
সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যুর পাশপাশি কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৫০ জনের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৮ লাখের নিচে।
নতুন আক্রান্তের এ সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ হাজার কম আর মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে একশোর বেশি।
এনএফ