চট্টগ্রামের বায়েজিদ থানাধীন ভক্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী বেলাল উদ্দিন মুন্না ও মো. নাজিম উদ্দিন হিরুকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

বুধবার (৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন ভক্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদাত হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্রেপ্তার বেলাল উদ্দিন মুন্নার বিরুদ্ধে বায়েজিদ ও পাঁচলাইশ থানায় হত্যা, চাঁদাবাজি ও বিস্ফোরণ আইনে ৭টি মামলা রয়েছে। এছাড়া মো. নাজিম উদ্দিন হিরুর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় বিস্ফোরণ আইনে ৫টি মামলা আছে।

কেএম/এসকেডি