কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জা‌তিসং‌ঘের পর এবার যুক্ত হতে যাচ্ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। দেশ দু‌টি বিষয়‌টি ঢাকা‌কে লিখিতভা‌বে জা‌নি‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌কি‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এসব তথ‌্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

প্রতিমন্ত্রী ব‌লেন, যুক্তরাষ্ট্র আমা‌দের লি‌খিতভা‌বে জা‌নি‌য়ে‌ছে, তারা এখন থে‌কে ভাসানচ‌রে সহায়তা দে‌বে। কানাডা জা‌নি‌য়ে‌ছে, তারাও ভাসানচ‌রে সহায়তা দে‌বে।

শাহ‌রিয়ার আলম ব‌লেন, ভাসানচ‌রে জাতিসংঘের বি‌শেষ ক‌রে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) যে কার্যক্রম, তা শুরু হয়‌নি। বাংলা‌দে‌শের ওপর একভা‌বে চাপ পড়‌ছিল ভাসানচ‌রের জন‌্য। সেটা অনেকাংশে লাঘব হ‌বে তা‌দের নতুন এ সহ‌যো‌গিতা নিশ্চয়তার মধ‌্য দি‌য়ে।

ভাসানচরে মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্র ও কানাডার যুক্ত হওয়ার উদ্যোগকে স্বাগত জানান প্রতিমন্ত্রী।

এনআই/আরএইচ