কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. কালাম (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কালামকে উদ্ধার করে নিয়ে আসা হিমেল ঢাকা পোস্টকে বলেন, জুরাইনে খোরশেদ আলম রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যায় কালাম। পরে আমরা দুজন তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, সে কয় তালা থেকে পড়ে গেছে সেটা আমরা বলতে পারছি না। আমরা ওই ভবনের ঠিকাদারকে খবর দিয়েছি তিনি এসেছেন। কালাম বর্তমানে ওই ভবনেই থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল এলাকায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।
এসএএ/আইএসএইচ