বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের যাচাই-বাছাই কমিটির সুপারিশে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দুদকের বরিশাল সমিন্বত জেলা কার্যালয় থেকে অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। দুদক উপপরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছ।

সূত্র জানায়, বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের ৬ পৃষ্ঠার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের বরিশাল অফিসকে দেওয়া চিঠিতে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে অনুসন্ধান শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরএম/এসএম