মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মুগদায় একটি নির্মাণাধীন ভবনের ছয় তালায় কাজ করার সময় নিচে পড়ে মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ছয়টায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ইকবালের সহকর্মী মো. শফিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা মুগদার উত্তর ঝিলপাড় বড় মসজিদ এলাকার একটি সাত তলা নির্মাণাধীন ভবনের ছয় তালার বাইরের সাইডে মাচাংয়ে কাজ করছিলাম। কাজ করার সময় সে হঠাৎ নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, বর্তমানে সে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। সে ওই এলাকার মো. সিরাজুল ইসলামের সন্তান।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানাকে জানানো হয়েছে।
এসএএ/আইএসএইচ