চট্টগ্রামের বাকলিয়ার বাস্তুহারা এলাকায় নোমান কলেজের বিপরীতে অভিযান চালিয়ে ১ একর ১৯ শতক জমি ভূমিদস্যুদের অবৈধ দখল থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (৩ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এবং মো. রাজীব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৮টি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জায়গাটি ভূমিদস্যুদের মদদে কতিপয় বাস্তুহারা মানুষ রিকশা ও ভ্যানের গ্যারেজ ও মাদকের আখড়া তৈরি করেছিল। বিগত এক দশক ধরে নগরের এ মূল্যবান জমি ভূমিদস্যুদের দখলে ছিল। উচ্ছেদের পর জায়গাটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কাছে দখল বুঝিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। 

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারি খাস জমি দখল করা ভূমিদস্যুরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

কেএম/আইএসএইচ