বাংলাদেশ পুলিশের ৪০ জন পুলিশ সুপার (এসপি) বদলির পর আরও ১০ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এ ১০ জন বিভিন্ন জেলার এসপি পদে কর্মরত ছিলেন। তাদের জেলার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

>> তালিকা দেখতে ক্লিক করুন

সেই ১০ জেলা হচ্ছে- মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ।

পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে মো. জহিরুল ইসলামকে মাগুরা পুলিশ সুপার থেকে ঢাকা পুলিশ অধিদপ্তরে মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে, মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলা পুলিশ সুপার থেকে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার পদে, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনা জেলা পুলিশ সুপার থেকে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার পদে, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে পিপিএম (বার) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে, ফাতিহা ইয়াসমিনকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার থেকে ঢাকার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার পদে, জেরিন আখতারকে বিপিএম (সেবা) বান্দরবান জেলার পুলিশ সুপার থেকে ঢাকার বিশেষ শাখাতে (এসবি) পুলিশ সুপার পদে, মোহাম্মদ ইউসুফ আলীকে বিপিএম (সেবা) পঞ্চগড় জেলার পুলিশ সুপার থেকে ঢাকার বিশেষ শাখাতে (এসবি) পুলিশ সুপার পদে, মোহাম্মদ আবদুল আজিজকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার থেকে ঢাকা পুলিশ অধিদপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক পদে, মো. জাহিদুল ইসলামকে বিপিএম (সেবা) চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার পদ থেকে ঢাকার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার পদে, আব্দুল মোমেনকে বিপিএম (সেবা) মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার পদ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

এর আগে বুধবার সকালে পৃথক এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়। সেই ৪০ জেলা হচ্ছে পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোনা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।

এআর/আইএসএইচ