সাপুড়ে পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবার কারবার করছিলেন  আসলাম। সাপের বক্সের ভেতরে ইয়াবা পাচার করতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সাপের বক্স থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ সাপুড়ে আসলামকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এর একটি দল। 

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৫, মামলা ৫৩

আজ (মঙ্গলবার) দুপুরে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা এনায়েত কবির সোয়েব ঢাকা পোস্টকে বলেন, সোমবার (১ আগস্ট) রাতে র‌্যাব-১০ এর একটি দল মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ওই সাপুড়েকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার আসলাম সাপুড়ে পেশার আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। 

আরও পড়ুন : ইলেকট্রিক সামগ্রীর নামে ইয়াবা পাচার, আটক ২

গ্রেপ্তার আসলামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

জেইউ/এনএফ