রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই মাসে চার হাজার ৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে চার হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আহরিত হয়েছে।

অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২১ সালের একই সময়ে তিন হাজার ৩৯৪ কোটি পাঁচ লাখ টাকা আহরিত হয়েছিল। 

সোমবার (১ আগস্ট) চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সালাহউদ্দিন রিজভী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও আশাব্যঞ্জকভাবে লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ এবং বিগত বছরের তুলনায় ৪২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

তিনি জানান, গত অর্থবছরের একই সময়ে অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে ৩ হাজার ৩৯৪ কোটি ৫ কোটি টাকা আহরিত হয়েছিল। সে তুলনায় এ বছর জুলাই মাসে এক হাজার ৪৪৪ কোটি ৪৬ লাখ টাকা অতিরিক্ত আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৪২ দশমিক ৫৬ শতাংশ।

সঠিক সিপিসির ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং ভ্যালুতে পণ্যের শুল্কায়নের ফলে রাজস্বের এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

কেএম/আরএইচ