বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের উত্তর ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে বৈঠকটি হয়। বৈঠকে তারা বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক চলতি বছর নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
জানা যায়, উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, ব্লু ইকোনমি, মেরিটাইম ইস্যু নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করে।
পররাষ্ট্রসচিব রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। বৈঠকে তারা চলমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার উপস্থিত ছিলেন।
এনআই/আরএইচ