হঠাৎ তীব্র যানজট মিরপুর টেকনিক্যালে
পুরো রাজধানীতেই যানজট নিত্যদিনের একটা চিত্র। মিরপুর টেকিনিক্যাল মোড়ও তার ব্যতিক্রম নয়। তবে বুধবার সকাল ১০টার পর থেকে এই এলাকায় অন্যদিনের চেয়ে বেশি যানজট দেখা যাচ্ছে।
মিরপুর-১ ও গাবতলী থেকে আসা যানবাহনগুলো রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আসাদগেট, ধানমন্ডি ও ফার্মগেট অভিমুখে যানজটের কারণে যেতে পারছে না সকাল থেকে এ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১০টার পর থেকেই আচমকাই যানজট শুরু হয়।
বিজ্ঞাপন
সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে ওই এলাকায় যান চলাচাল বন্ধ রয়েছে। টেকনিক্যাল মোড়ে আজকের বাড়তি এই যানজটের কারণ নীলক্ষেতের এই অবরোধ হতে পারে বলেও মনে করছেন অনেকে।
টেকনিক্যাল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অফিস টাইমে এরকম জ্যামের সৃষ্টি হয়। কিন্তু আজকের জ্যামটা একটু বেশি মনে হচ্ছে। দীর্ঘ সময় জ্যাম লেগে আছে। তবে এই জ্যামটা শিক্ষার্থীদের আন্দোলনের জন্য হয়েছে কি না বলতে পারছি না।
সাভার পরিবহনের শহীদ নামের এক যাত্রী বলেন, আমি প্রতিদিন এই রুটে অফিসে যাই। আজ যানজটের কারণে অফিস যেতে দেরি হয়ে গেছে। যানজট থাকে, তবে এরকম দীর্ঘ সময় যানজট লেগে থাকে না এখানে। প্রায় ২০ মিনিটের বেশি সময় এক জায়গায় বসে আছি।
এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সরকারি সাত কলেজের চলমান ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
বিশ্বব্যাপী করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চ থেকে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। পরে জুলাই থেকে অনলাইন, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিকল্প শিক্ষাদানের উদ্যোগ নেয়া হলেও তা খুব একটা সাফল্য পায়নি। এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসা ও ভ্যাকসিন দেওয়া শুরুর প্রেক্ষাপটে কর্তৃপক্ষ স্কুলগুলো খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে এবং তার আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসআর/এনএফ