ঢাকা পোস্টের সায়াদাত পেলেন ডিজিটাল বাংলাদেশ রিপোর্টিং অ্যাওয়ার্ড
ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত।
শনিবার আগারগাঁওয়ের পর্যটন ভবনে তার হাতে এ পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
বিজ্ঞাপন
আবু সালেহ সায়াদাত ঢাকা পোস্টের হয়ে 'শিগগিরই বিদেশে যাবে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা নোকিয়া ফোন', 'বিশ্বের ৭ম বৃহত্তম ডাটা সেন্টারে বছরে আয় হবে ৩৫০ কোটি টাকা', 'স্বপ্ন ছোঁবে বঙ্গবন্ধু হাইটেক সিটি', ‘পবা ভূমি অফিস ডিজিটাল সেবার অনন্য দৃষ্টান্ত’, ‘পদ্মাপাড়ে সম্ভাবনার নতুন দ্বার খোলার অপেক্ষা’, ‘প্রত্যন্ত অঞ্চলে সরকারি ভাতা যাচ্ছে ডিজিটালি’, ‘ডিজিটাল সেন্টারে বদলে গেছে জিয়াউলের জীবন’ শিরোনামে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সিরিজ প্রতিবেদন করেন।
আবু সালেহ সায়াদাত ২০২০ সালের ডিসেম্বর থেকে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। তিনি নগর, নাগরিক সমস্যা, সিটি করপোরেশন, রাজউক, ঢাকা ওয়াসাসহ সেবা বিট নিয়ে কাজ করছেন। ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা এ প্রতিবেদক গত ১০ বছর ধরে সাংবাদিকতা করছেন। তার সবশেষ কর্মস্থল ছিল জাগো নিউজ।
সায়াদাতের বাড়ি রাজশাহী। বাবা সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক) ও মা রোজি খাতুনের (গৃহিনী) বড় ছেলে সায়াদাত। তার স্ত্রী সাদিয়া আরেফিন পেশায় চিকিৎসক।
সায়াদাত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য।
এআর/এসকেডি