রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ার মাদ্রাসা রোডের ইউপিএল কুইন্সপার্ক বিল্ডিংয়ের সপ্তম তলা থেকে পড়ে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম তানিয়া আক্তার (২১)।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
গৃহকর্মী যে বাসা থাকতেন তাদের দাবি, মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু স্থানীয়রা ওই বাসার সামনে বিক্ষোভ করছেন। তাদের দাবি, গৃহকর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে।
গৃহকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, তানিয়া গৃহকর্মী হিসেবে বাসায় ১১ বছর ধরে কাজ করে। মাগরিবের পর বাসার ছাদে উঠে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে।
তিনি বলেন, দেড় বছর ধরে তানিয়ার মানসিক সমস্যা ছিল। সে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না।
তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সত্য নয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকার লোকজন ওই বাসার সামনে বিক্ষোভ করছেন। তাদের দাবি গৃহকর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ধরনের কিছু পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএএ/ওএফ