রাজধানীর সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারের ঢালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. হালিম বেপারী (৫২) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে যাই। গিয়ে দেখি একটি অটোরিকশাকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ওই অটোরিকশা চালক গুরুতর আহত হয়ে রাস্তার পড়ে আছেন। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানীতে বাসের প্রতিযোগিতা বন্ধের নির্দেশ

তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। নিহত হালিম সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় থাকতেন। তার বাড়ি মাদারীপুরের শিবচর থানার শেখপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোমিন বেপারীর সন্তান।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানা পুলিশ তদন্ত করছে।

এসএএ/এসএসএইচ