চট্টগ্রামের জোরারগঞ্জে র‌্যাবের ওপর হামলার অন্যতম পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন তিনি। 

মঙ্গলবার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে ভারতে দুই মাস আত্মগোপনে ছিলেন তিনি।

বুধবার (২৭ জুলাই) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২৫ মে জোরারগঞ্জ থানার ফুট ওভার ব্রিজের নিচে আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে র‌্যাবের ওপর  হামলা করে। এ হামলায় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হন। এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ এবং গোপন তথ্যের ভিত্তিতে গত ২৬ মে চট্টগ্রামের জোরারগঞ্জ এবং ফেনীর ছাগলনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শাকিল ঘটনার দিন রাতে পালিয়ে ভারত চলে যান। দুই মাস পর তিনি দেশে ফিরে আসেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করে কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, শাকিলের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় এবং ফেনীর ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ৬টি মামলা রয়েছে।  

কেএম/এসকেডি