সাত ক্যাটাগরিতে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ভিসা দে‌বে চীন। এ ক্ষে‌ত্রে চী‌নের ভিসা পে‌তে বাংলাদেশিদের এখন থেকে অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট তারিখ লাগবে।

মঙ্গলবার (২৬ জুলাই) রা‌তে ঢাকার চী‌না দূতাবাস এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট তারিখ ছাড়াও ভিসার জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে। ভিসা কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়া যা‌বে।

সাত ক্যাটাগরির যারা ভিসা পা‌রবেন
১) যাদের পরিবারের সদস্য কূটনৈতিক বা অফিসিয়াল কাজে নিয়োজিত 

২) যারা চীনে কাজ করতে চান তারা নিজের এবং পরিবারের সদস্যদের (জেড ভিসা), যারা বাণিজ্যিক কার্যক্রম করবেন (এম ভিসা) অথবা যারা ভ্রমণ করবেন (ভিজিট) তারা (এফ ভিসা) পাবেন 

৩) যারা পারিবারিক পুনর্মিলনের জন্য চীনে যেতে চান বা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান (কিউ ১ ভিসা, কিউ -২ ভিসা, এস-১ ভিসা, এস-২ ভিসা)। তারা এসব ক্যাটাগ‌রি‌তে ভিসা পা‌বেন 

৪) ক্রু সদস্য (সি ভিসা) 

৫) যারা উচ্চ-স্তরের দক্ষতার জন্য জরুরিভাবে চীনে যেতে চান (আর ভিসা) 

৬) জরুরি মানবিক কারণে যারা চীনে যেতে চান তারা ভিসা পা‌বেন

৭) অন্যান্য কর্মী যাদের চীনা কর্তৃপক্ষ দেশ‌টি‌তে যাওয়ার অনুমোদন দিয়েছে তারা ভিসা পা‌বেন।

ভিসা নি‌তে যা কর‌তে হ‌বে- চীনা ভিসা নিতে হলে দূতাবাসের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন সাবমিট ও অ্যাপয়েন্টমেন্ট তারিখ নিতে হবে। ভিসা, মাস্টার কার্ড, চায়না ইউনিয়ন পে ও ডিনার ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে।

এনআই/এসএম