প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় মাদকাসক্ত এক ব্যক্তি ছুরিকাঘাতে হত্যা করেছেন স্ত্রীর বড়ভাই হাশেম মোল্লাকে (৫০)।

মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাশেম মোল্লার ভাই কামাল মোল্লা ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে বোনের বাড়ির পাশে আমার ভাই বসেছিলেন। তখন আমার বোনের স্বামী আলামিন মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফেরেন। আলামিন বাড়িতে এসে আমার বোনকে গালাগালি করছিল এবং বাড়ির মালামাল বিক্রির জন্য বাইরে নিয়ে যাচ্ছিল। আমার বোন বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ভাই হাসেম মোল্লা বোনের বাড়িতে যায়। এ সময় কি হয়েছে জানতে চাইলে বড় ভাইয়ের সঙ্গেও ঝগড়া শুরু করে আলামিন। এর এক পর্যায়ে গার্মেন্টসের কাপড় কাটার ছুরি দিয়ে ভাইয়ের শরীরে আঘাত করে পাশের ধান ক্ষেতের ধাক্কা দিয়ে ফেলে আলামিন পালিয়ে যায়। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আলামিন আমার আপন খালাতো ভাই। আমাদের বাড়ি ও তাদের বাড়ি পাশাপাশি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আহত একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।

এসএএ/আইএসএইচ