কমেছে ইলিশের দাম, বেড়েছে ক্রেতা
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। মাছ ধরা শেষে তারা ট্রলার ভর্তি করে ঘাটে ফিরছেন। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। আর তাতে বাজারে কমেছে ইলিশের দাম।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আকারভেদে চার ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এসব ইলিশের দাম কমেছে কেজিতে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
বিজ্ঞাপন
ইলিশ মাছের পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রের মাছ এবং বরিশাল অঞ্চলের নদীর মাছ সমান হারেই পাওয়া যাচ্ছে। যার ফলে মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দিন যত বাড়বে, সামনে মাছের দাম তত কমতেই থাকবে।
ব্যবসায়ী আব্দুল বারেক ঢাকা পোস্টকে বলেন, এখন মাছের সরবরাহ ভালো, সব জায়গার মাছই আছে। এখন বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী থেকে মাছ বেশি আসছে। যার ফলে মাছের দাম অনেক কমেছে। আগে এক কেজি ওজনের মাছ বিক্রি করতাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। সেটা এখন ১ হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের সরবরাহ বাড়ার পর ক্রেতার সংখ্যাও বেড়েছে।
আরেক ব্যবসায়ী আলাল বলেন, সাগর-নদীতে আবারও মাছ এসেছে। যার ফলে মাছের দাম কমেছে। যদি ভরপুর মাছ পাওয়া যায়, তবে মাছের দাম আরও কমে যাবে। আগে চাঁদপুরের এক কেজি সাইজের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি, সেটা এখন সাড়ে ১২শ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। তারা জানিয়েছেন মাছের সরবরাহ বেশি থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। যার ফলে খুব একটা দাম কমেছে এমনটা বলা যাচ্ছে না।
ক্রেতা মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, বাজারে মাছ উঠেছে প্রচুর, কিন্তু বিক্রেতারা দাম ছাড়ছে না। অল্প আয়ের মানুষের জন্য এই দামে মাছ কেনা অসম্ভব হয়ে যায়। বেশিরভাগ দোকানে আগের দাম ধরে রেখেছে। তারা দাম না ছাড়লে ইলিশ মাছ না কিনেই হয়তো বাসায় ফিরে যেতে হবে।
আরেকটা ক্রেতা আব্দুল হাকিম বলেন, মাছ ধরার পর ভেবেছিলাম হয়তো দাম কমবে। তবে বাজার ঘুরে দাম কম মনে হচ্ছে না। ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদের মতোই হবে, তবে আমার কাছে কম মনে হয়নি। আমাদের চাহিদা অনুযায়ী দাম অনেক বেশি মনে হচ্ছে।
কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ৫০০ গ্রামের একটু বেশি ওজনের ইলিশের কেজি ৬০০ টাকা, ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৭০০-৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০-১০০০ টাকা এবং ১ কেজির বেশি ওজনের ইলিশের কেজি ১০০০-১২০০ টাকা।
এমএইচএন/জেডএস