রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাদ থেকে পড়ে ইশরাক মঞ্জুর (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শিক্ষার্থীর বাবা মনজুরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড স্কুলের এ লেভেলের শিক্ষার্থী ছিল। দুপুরে সে সবার অগোচরে ওই স্কুলের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ছেলের আত্মহত্যা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে তার শিক্ষক রাজের কাছে শুনেছি সে হতাশাগ্রস্ত ছিল এবং সে অনলাইন (পাবজি ফ্রি ফায়ার) মোবাইল গেমে আসক্ত ছিল। আজকে সকালে মোবাইলে গেম খেলা নিয়ে তার মা বকা দিয়েছিল। সেই অভিমানে আত্মহত্যা করে করে থাকতে পারে বলে আমাদের ধারণা। আমি কার বিরুদ্ধে অভিযোগ করব কোনো অভিযোগ নেই।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছিলাম। এ বিষয়ে ভিকটিমের বাবার সাথে আমরা কথা বলেছি। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
এসএএ/এসকেডি