জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুদের হাত থেকে মুক্ত করা হবে
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বর্তমান সরকার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে ঘিরে মহাপরিকল্পনা নিয়েছে। এখানে আর কোন ভূমিদস্যু, কোন সন্ত্রাসীর জায়গা হবে না। জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুদের হাত থেকে মুক্ত করা হবে।
রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে এ জায়গা নিয়ে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন ও প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ভূমিমন্ত্রী বলেন, প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রেখে পরিকল্পিত পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নগরায়ণে বর্তমান সরকার বদ্ধপরিকর। পরিবেশ সমুন্নত রেখে উন্নয়ন প্রকল্প নেওয়ার জন্য সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর একটি আদর্শ স্থান। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এখানে ৫টি মৌজায় প্রায় ২ হাজার ৮০০ একর খাস জমি আছে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরের পূর্ব ও উত্তরে রয়েছে চট্টগ্রাম সেনানিবাস ও বাংলাদেশ মিলিটারি একাডেমি, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে চট্টগ্রাম শহর। কিন্তু কতিপয় ভূমিদস্যু নব্বই দশক থেকে এখানে পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করে জঙ্গল সলিমপুরকে অবৈধ বসবাসকারী অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। অবৈধভাবে পাহাড় কেটে তৈরি করা ঝুঁকিপূর্ণ প্লটগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপকর্ম করে আসা সন্ত্রাসীদের নিকট বিক্রি করা হচ্ছে।
এর আগে ভূমিমন্ত্রী জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, এ স্থানকে ভূমিদস্যুদের হাত থেক মুক্ত করে এখানে বসবাসকারী ছিন্নমূল জনসাধারণকে পুনর্বাসন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় পাহাড়বেষ্টিত জঙ্গল সলিমপুরে কিছু উন্নয়ন প্রকল্প তৈরির কার্যক্রম সরকার হাতে নিয়েছে। তারমধ্যে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি স্পোর্টস ভিলেজ, জনসাধারণের চিকিৎসার জন্য হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সর্বসাধারণের জন্য একটি সাফারি পার্ক, কেন্দ্রীয় কারাগার, একটি নান্দনিক মসজিদ, উচ্চ শক্তির বেতার সম্প্রচার কেন্দ্র, পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কেন্দ্র এবং ছিন্নমূল জনসাধারণের পুনর্বাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, এহছানুল হায়দার বাবুল, উপ-পরিচালক স্থানীয় সরকার ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ প্রমুখ।
বাসস
আইএসএইচ