তিন ধাপে জাতীয় নির্বাচন করাসহ ৯ প্রস্তাব ইসলামিক ফ্রন্টের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একই দিনে না করে নির্বাচন কমিশনকে (ইসি) তিন ধাপে করার প্রস্তাব দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। দলটি এ প্রস্তাবসহ মোট ৯টি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনকে।
রোববার (২৪ জুলাই) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে এসব প্রস্তাব দেয় দলটি। সংলাপে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার ও মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর স্বাক্ষরিত প্রস্তাবগুলো হলো,
১। সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা।
২। নির্বাচনের সার্বিক কর্মকাণ্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা।
৩। কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন মোতাবেক সামরিক, আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকা।
৪। নির্বাচন কমিশনের সব পরামর্শ-নির্দেশ রেডিও-টেলিভিশনসহ সকল সম্প্রচার মিডিয়া ও কর্তৃপক্ষ যথার্থ প্রচারে বাধ্য থাকা।
৫। এ সংক্রান্ত আইনের একটি চূড়ান্ত খসড়া প্রণয়নের পর অধ্যাদেশ আকারে জারি করে এটা বলবত এবং পরে তা সংসদে অনুমোদন করা।
৬। জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়া। এ ক্ষেত্রে কমিশনের নিজস্ব লোকবলকে নিয়োজিত করা।
৭। নির্বাচনে অবাধ কালো টাকার ব্যবহার রোধ ও ভোটকেন্দ্রে পেশিশক্তি প্রদর্শনে জিরো টলারেন্স নীতি অনুসরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
৮। সারাদেশে একইদিনে ৩০০ আসনে নির্বাচন না করে ৩ দফায় আয়োজন করা।
৯। ইভিএমের যান্ত্রিক ত্রুটি রোধ ও সর্ব ধরনের জটিলতা নিরসনসহ এ বিষয়ে ভোটারদের প্রশিক্ষিত করে ভোট কারচুপি ও জালিয়াতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তাহলেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো দ্বিধা-সংশয়ের অবকাশ থাকবে না।
এসআর/এসকেডি