ঢাকার কোন এলাকায় আজ কখন লোডশেডিং
বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করতে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। তৃতীয় দিনের মতো আজ বুধবার (২১ জুলাই) ঢাকায় লোডশেডিং চলছে। এজন্য সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে দুই বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
ডেসকোর আওতাভুক্ত এলাকায় ২৪ ঘণ্টার লোডশেডিং সূচি প্রকাশ করা হয়েছে। আর ডিপিডিসির আওতাভুক্ত এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের লোডশেডিং সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি। অন্যদিকে রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গী ও পূর্বাচলসহ ঢাকা ও গাজীপুরের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিতরণ করে ডেসকো।
এসএসএইচ