হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার
চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বিকেলে নদীর রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুড়িসর্তা খালের মুখ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে। ডলফিনটি লম্বায় ৭ দশমিক ৫ ফুট।
মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটির ঠোঁটের নিচের অংশ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ঠোঁটের দাঁতগুলোও ফেলে দেয়া হয়েছে। পরে ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।
তিনি জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৭ টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির কিছু ডলফিন এখনো হালদা নদীতে রয়েছে।
কেএম/আইএসএইচ