ভবনে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় মালিককে জরিমানা
চট্টগ্রামের চান্দগাঁওয়ে এক নির্মাণাধীন ভবনের নিচতলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবনের নিচের জমাটবদ্ধ পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মরুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নিচতলা, ভবনের ছাদ বা ছাদ বাগানে যাতে পানি না জমে থাকে সে বিষয়ে সতর্ক থাকার জন্য ভবন মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
বিজ্ঞাপন
পরে শাহ আমানত সেতু সংযোগ সড়কের এক কিলোমিটার এলাকায় দোকানের ময়লা আবর্জনা নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে দুই দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
কেএম/আইএসএইচ